উপসাগরে গ্রীসের দুই ট্যাঙ্কার জাহাজ আটক করেছে ইরান

আপডেট: May 28, 2022 |
print news

ইরানের বিপ্লবী গার্ড শুক্রবার উপসাগরে গ্রীসের তেলবাহী দুইটি ট্যাঙ্কার জাহাজ আটক করেছে।

রাশিয়ার একটি ট্যাঙ্কার থেকে জব্দ করা ইরানের তেল ওয়াশিংটনে পাঠানোর কথা এথেন্স নিশ্চিত করার কয়েকদিন পর এ দুই জাহাজা আটক করা হলো। খবর এএফপি’র।

বিপ্লবী গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, আইআরজিসি নৌবাহিনী শুক্রবার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পারস্য উপসাগরে গ্রীসের দুইটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ আটক করেছে।

গ্রীস ‘জলদস্যুতার’ এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ইরানকে দায়ী করে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর