হবিগঞ্জে বিষপানে ২ জনের মৃত্যু

আপডেট: May 29, 2022 |
print news

হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামে মোবারক মিয়া (৫৫) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মনফর উল্লার পুত্র।

জানা যায়, শনিবার (২৮ মে) দুপুরে পারিবারিক কলহের জের ধরে তিনি বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

অন্যদিকে একই উপজেলার ইকরাম গ্রামে জাকির হোসেন (২৫) নামের এক যুবক একই কারণে বিষাক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থা মধ্যরাতে মারা যায়। সে ওই গ্রামের গোলাম হোসেনের পুত্র।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ নিহতদের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তাদের পরিবারের কাছে মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তারা সে বিষয়ে তথ্য দিতে নারাজ।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া সঠিক ভাবে কিছুই বলা উচিত হবে না।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর