করোনা ভ্যাকসিন ভালোবাসার অমর ওষুধ : প্রেসিডেন্ট কিম

আপডেট: May 30, 2022 |

কোভিড ছড়িয়ে পড়ার পর দেশটিতে প্রথমবারের মতো কোভিড-১৯ প্রতিরোধে নিজ দেশের জনগণকে ভ্যাকসিন দেওয়া শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তবে বর্তমানে শুধুমাত্র সেনা সদস্যদের জন্য ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে।

আর এসব করোনা ভ্যাকসিনকে নিজের পক্ষ থেকে ‘ভালোবাসার অমর ওষুধ’ হিসেবে অভিহিত করেছেন কিম জং উন। যা তার পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। ডেইলি স্টারের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে এনডিটিভি।

ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলোতে ভ্যানে করে লাউড স্পিকারে কিম জং উনের এ বার্তা প্রচার করা হচ্ছে।

পূর্ব এশিয়ার এ দেশটি অবশ্য যেসব সেনা সদস্য জাতীয় অবকাঠামো নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদেরকে ভ্যাকসিন দিচ্ছে।

বর্তমানে করোনার সঙ্গে লড়াই করছে উত্তর কোরিয়া। দেশটিতে হঠাৎ করে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস।

করোনা ছড়িয়ে পড়ার পর দেশটির জনগণকে আদা দিয়ে চা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। যা বিশ্বে হাস্যরসের সৃষ্টি করে।

তাছাড়া লবণ পানি দিনে কুলি করা এবং ভেষজ ওষুধ গ্রহণের জন্যও অনুরোধ করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর