রাশিয়ান সাংবাদিক ও তার স্ত্রীকে নাগরিকত্ব দিলো ইউক্রেন

আপডেট: June 4, 2022 |
print news

বিখ্যাত রুশ সাংবাদিক আলেক্সান্ডার নেভজোরভকে নাগরিকত্ব দিয়েছে ইউক্রেন। ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানিয়ে স্ত্রীসহ রাশিয়া ছেড়েছিলেন তিনি।

এদিকে ‘বিশেষ সেনা অভিযানের’ বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে আলেক্সান্ডার নেভজোরভকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। চলতি বছরের মার্চ মাসেই রাশিয়া থেকে পালিয়েছেন তিনি।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কিয়েভ আলেক্সান্ডার নেভজোরভের নাগরিকত্বের আবেদন গ্রহণ করেছে। তার স্ত্রীকেও নাগরিকত্ব দেয়া হয়েছে।

আলেক্সান্ডার নেভজোরভ নিজেও নাগরিকত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, যুদ্ধ একটা অপরাধ, ইউক্রেন এই যুদ্ধের ভিক্টিম।

সূত্র: আলজাজিরা

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর