যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

আপডেট: June 17, 2022 |
print news

মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে আবু সালেহ মাহফুজ আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টা শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ মাহফুজ আহমেদ নোয়াখালীর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে। নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবু সালেহ মাহফুজ আহমেদের স্ত্রীসহ ৮ বছর বয়সী মেয়ে ও ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। মাহফুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৬ জুন) আমেরিকার সময় দুপুরে আটলান্টা শহারের ডোরভিলের আত তাক্বওয়া মসজিদে জানাজা শেষে নিউটন কাউন্টি নামক একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর