লালমনিরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট: June 17, 2022 |
print news

নদীতে মাছ ধরতে গিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আব্দুল মতিন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল মতিন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সানিয়াজান ইউনিয়নের সুন্দর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি পেশায় কৃষক।

স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বর্ষণে ছোট ছোট নদীতে পানি জমেছে। কয়েকজন সঙ্গী নিয়ে মাছ ধরতে যান। এসময় ঝড় বাতাসের সঙ্গে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল। ভিজে ভিজে বাড়ি যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতে আব্দুল মতিন আহত হোন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যাওয়া পথে তিনি মারা যান।

সানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শোনার পর কৃষক আব্দুল মতিনের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। শুক্রবার সকালে তাকে দাফন করা হয়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর