ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আপডেট: June 19, 2022 |
print news

লালমনিরহাটের পাটগ্রামে ব্যাটারি চালিত ইজি বাইকের ধাক্কায় আব্দুল আজিজ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) রাতে উপজেলার কবরস্থান এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। আব্দুল আজিজ ওই এলাকার মেহের আলীর পুত্র বলে জানা গেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ওই এলাকায় সড়ক পারাপারের চেষ্টা করেন আব্দুল আজিজ নামে এক বৃদ্ধ । এ সময় বাউরা থেকে পাটগ্রামগামী একটি ব্যাটারি চালিত ইজি বাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর