হবিগঞ্জের তিন উপজেলায় ৪৯টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত

আপডেট: June 19, 2022 |

হবিগঞ্জের তিন উপজেলায় ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ২১টি, লাখাইয়ে ১৫টি ও নবীগঞ্জ উপজেলায় ১৩টি বিদ্যালয়কে বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন। বিদ্যালয়গুলো তুলনামূলক উঁচু স্থানে অবস্থিত হওয়ায় এগুলোকে আশ্রয়ের জন্য বেছে নেয়া হয়।

অনুরোধ জানানো হয়েছে এসব কেন্দ্রের অবস্থান এবং দায়িত্বরতদের মোবাইল নম্বর দ্রুত বন্যা কবলিতদের কাছে পৌঁছে দেয়ার।

এ সম্পর্কিত জরুরি ঘোষণায় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, লাখাই, আজমিরীগঞ্জ এবং নবীগঞ্জ উপজেলায় বন্যা দুর্গতদের জন্য বেশকিছু আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। জনস্বার্থে এটি প্রচার করুন। বন্যা দুর্গত ও পানিবন্দি মানুষদের এই কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়ার জন্য অনুরোধ করা হলো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আশ্রয়কেন্দ্রগুলোতে ৬ হাজারের বেশি মানুষ রাখা সম্ভব। প্রতিটি কেন্দ্রেই বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর