পাহাড় ধসে শিশুর মৃত্যু

আপডেট: June 20, 2022 |
print news

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে মহেশখালীর কালারমারছড়ার অফিসপাড়ার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পাঁচ বছর বয়সী রবিউল হোসেন ওই এলাকার নজির হোসেনের ছেলে।

কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, অফিসপাড়ার মোছাব্বর পাহাড় সংলগ্ন মাঠে রবিউলসহ ৪-৫ জন খেলা করছিল। খেলার মধ্যে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে চাপা পড়ে সে। পরে রাতে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ বিষয়ে চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, পাহাড় ধসের ঘটনাটি শোনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। এছাড়া, পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর