জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট: June 22, 2022 |
print news

জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের কাথাইল-গোপীনাথপুর গ্রামে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে হামিদুল (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার কাথাইল-গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার ফাঁকা জমিতে হামিদুল গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। পরে হালকা বৃষ্টি শুরু হলে মাঠ থেকে তিনি গরু বাড়িতে নিয়ে আসছিলেন। আসার সময় হঠাৎ করে বজ্রপাতে তিনি অজ্ঞান হয়ে মাঠের মধ্যে পড়ে থাকেন। পরে স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর