ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের উদ্যোগে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট: June 25, 2022 |
print news

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি:  ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল- নাহিয়ান খান জয়ের পক্ষ থেকে নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুন) সকালে নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক নওশেল আহমেদ অনির উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও, ঈসাপুর, খলাপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ও খাবার স্যালাইন, মোমবাতি, দিয়াশলাইসহ ২ হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর