আজ তৃতীয়দিনের মত ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে

আপডেট: July 3, 2022 |
print news

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আজ তৃতীয়দিনের মত ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে। রোববার (৩ জুলাই) ৭ জুলাইয়ের টিকিট দেয়া হচ্ছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ তারিখের টিকিট ৪ জুলাই এবং ৯ তারিখের টিকিট মিলবে ৫ জুলাইয়ে।

ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

এদিকে, কমলাপুরে টিকিট প্রত্যাশীদের চাপ বেড়েছে। স্টেশনটির ১৬টি কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

এরমধ্যে ২টি কাউন্টার নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা রয়েছে। ভোগান্তি এড়াতে অনেকেই গতকাল বিকাল থেকে টিকিটের জন্য অপেক্ষা করছেন স্টেশনে।

শুক্রবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। কমলাপুরসহ রাজধানীর ৬টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট বিক্রি শুরু হয়। এ টিকিট বিক্রি চলবে ৫ জুলাই পর্যন্ত।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর