বিশ্বকাপে অফসাইড ধরতে আসছে ‘সেমি অটোমেটেড’ প্রযুক্তি

আপডেট: July 3, 2022 |

ফুটবলে অফসাইড নিয়ে বিতর্কের শেষ নেই। রেফারি ছাড়াও এখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে সহজেই অফসাইড ধরা যায়। এর পরও এর সুনিপুণতা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। নির্ভুলতা কমিয়ে আনতে আসন্ন কাতার বিশ্বকাপে নতুন ‘সেমি অটোমেটেড’ অফসাইড প্রযুক্তি ব্যবহার করবে ফিফা। যার ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সময় আরো কমে আসবে, আর খেলার গতিও বেড়ে যাবে।

যেখানে অফসাইডের সিদ্ধান্ত নিতে ভিএআরের ২৫ সেকেন্ড সময় লাগবে বলে অনুমান করা হয়। আগে যা ছিল ৭০ সেকেন্ড।

প্রযুক্তিটি কার্যকর করতে বলের মাঝখানে সেন্সর ব্যবহার করা হবে। যা প্রতি সেকেন্ডে ৫০০ বার ডাটা পাঠাতে সক্ষম এবং নিখুঁত কিক পয়েন্ট নির্ধারণ করতে পারবে।

বল নজরদারিতে রাখার জন্য স্টেডিয়ামের ছাদে ১২টি শতভাগ সিনক্রোনাইজড মাল্টি ট্রাকিং ক্যামেরা লাগানো থাকবে। বল ছাড়াও ক্যামেরাগুলো ২৯ পয়েন্টে খেলোয়াড়দের নজরদারিতে রাখবে এবং নিখুঁত অবস্থান হিসাব করার জন্য প্রতি সেকেন্ডে ৫০ বার ডাটা পাঠাতে পারবে।

যদি কোনো খেলোয়াড় অফসাইডে থাকে তাহলে সেন্সরটি প্রথমে ভিএআর বুথকে সংকেত দেবে। গত বছর আরব কাপ ও ক্লাব বিশ্বকাপ দিয়ে সিস্টেমটি পরীক্ষামূলক চালনা করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর