কক্সবাজার সৈকত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আপডেট: July 5, 2022 |
print news

কক্সবাজার সৈকত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সৈকতের ডায়াবেটিক ও নাজিরারটেক পয়েন্ট থেকে মরদেহ দুটি উদ্ধার করেন বীচকর্মীরা।

বীচকর্মী সুপারভাইজার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো- শহরের কুতুবদিয়া পাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, ‘সোমবার বিকেল ৩টা থেকে দুই শিশু নিখোঁজ ছিল। রাত ১২টার পরে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর