ইতালিতে হিমবাহ ধসে ৭ জনের মৃত্যু

আপডেট: July 5, 2022 |

ইতালির উত্তরাঞ্চলের আল্পস পর্বতমালার মার্মোলাডা হিমবাহ ধসে অন্তত ৭ জন মারা গেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার হিমবাহ ধসের ঘটনায় ৭ জনের মৃত্যু ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের আশেপাশের হাসপাতালগুলোয় নিয়ে যাওয়া হয়েছে।

উদ্ধার করা ৭ মৃতদেহের মধ্যে ৪ জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। যাদের মধ্যে তিনজন ইতালীয় এবং এর মধ্যে দুইজন পর্বতের গাইড।

জরুরি সেবা বিভাগের মুখপাত্র মিশেলা ক্যানোভা জানিয়েছেন, সংশ্লিষ্ট পর্বতারোহীদের সংখ্যা এখনো নিশ্চিত জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন। তবে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে চালানো উদ্ধার অভিযান খারাপ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।

যদিও সেরাক নামের হিমবাহের অংশটি ঠিক কী কারণে ভেঙে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, সন্দেহ নেই যে এ ঘটনার সঙ্গে জড়িত জলবায়ু পরিবর্তন।
তিনি জানিয়েছেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে সরকার।

উদ্ধারকারী সংস্থার মুখপাত্র ওয়াল্টার মিলান দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে এই অঞ্চলটি অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার সম্মুখীন হচ্ছে। হিমবাহের চুড়ার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটি চরম তাপ। স্পষ্টতই এটা অস্বাভাবিক কিছু।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর