দুই মেয়রের ঈদ শুভেচ্ছা

আপডেট: July 10, 2022 |
print news

নগরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোবরার (১০জুলাই) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে অংশগ্রহণশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানান দুই মেয়র।

2 meyor 20220710111833

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন,  ‘ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। তিনি বলেন, আসুন, আমরা সকলে পবিত্র ঈদ-উল-আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করি। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শুভেচ্ছা জানিয়ে সবাইকে মাস্ক পরিধান করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান। তিনি বলেন, আমরা সবাই সুষ্ঠু, সুন্দর পরিবেশ বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনেই কোরবানিটা উদযাপন করি। এরপর আমরা দুই মেয়র মিলে, ঢাকা শহরের সকল বর্জ্য অপসারণে দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু করব।

ঈদ জামাতের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। সুষ্ঠু, সুন্দর ও সন্তোষজনক পরিবেশে আমরা এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলানিনের কাছে শুকরিয়া আদায় করছি। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশবাসী এবং ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মেয়র তাপস।

এর আগে গণমাধ্যমে ঢাকার দুই সিটি করপোরেশন মেয়র নগরবাসীদের উদ্দেশ্য করে বলেন— আপনারা আমাদেরকে সাহায্য করুন। নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন। সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ইতোমধ্যে মাঠে নেমেছে। জনগণের সহযোগিতা পেলে আমরা আশা করি খুব শিগগিরই সকল বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর