বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর টোল বুথ
আপডেট: July 10, 2022
|

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাসের ধাক্কায় টোলপ্লাজার ক্ষতিগ্রস্ত ২ নম্বর বুথে টোল আদায় বন্ধ রাখা হয়েছে। তবে ৪ বুথে টোল আদায় চলমান।
শরীয়তপুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বুথটিতে আঘাত করলে ভেতরে ও বাইরে ক্ষতিগ্রস্ত হয়। ভেতরে কম্পিউটার ও বুথে প্রবেশের দরজা সমস্যার কারণে টোল আদায় করা যাচ্ছে না।
পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসাইন জানান, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের ভিড়ের মধ্যে একটি বুথ বন্ধ থাকায় অন্য বুথগুলোতে চাপ বেড়েছে। তবে বুথটি সচলের চেষ্টা চলছে।