মিথিলার ঈদ কাটছে শান্তিনিকেতনে

ঈদ মানেই দৈনন্দিন কর্মব্যস্ততা থেকে ছুটি নিয়ে প্রিয়জনদের সঙ্গে সময় ভাগ করে নেওয়া। তেমনটাই করছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়, চাকরি, সংসার— সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ পান না তিনি। তবে বর্তমানে সব ব্যস্ততাকে বিদায় দিয়ে শান্তিনিকেতনে তিনি মেতে উঠেছেন ঈদ উদযাপনে।
ভারতীয় সসংবাদমাধ্যম জানিয়েছে, শহর থেকে খানিক দূরে বাবা, মা, মেয়ে আয়রাকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। সেখানে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে যোগ দিয়েছেন তার মামাতো ভাই সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
শান্তিনিকেতনের অলিগলি, মেঠোপথ— কোনোকিছু বাদ রাখছেন না উচ্ছ্বসিত মিথিলা। এরইমধ্যে অর্ণবকে সঙ্গী করে ঢু মেরেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও। পরিবারের সঙ্গে কাটানো সেসব মুহূর্ত ফ্রেমবন্দী করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মিথিলা। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ ফুরফুরে মেজাজে ঈদ কাটাচ্ছেন এই অভিনেত্রী।
এদিকে স্বজনদের সঙ্গে সময় কাটাতে গিয়েও অনুরাগীদের ভুলে যাননি মিথিলা। সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। লিখেছেন, ‘ঈদ মোবারক’।
সম্প্রতি মিথিলা যুক্ত হয়েছেন বাংলাদেশের একটি চলচ্চিত্রের সঙ্গে। ২০২০-২১ সালে সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটির নাম ‘নুলিয়াছড়ির পাহাড়’। শিশুতোষ এই সিনেমাটি নির্মাণ করা হবে শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির পাহাড়’ উপন্যাস অবলম্বনে। সিনেমাটি নির্মাণের দায়িত্বে রয়েছেন লুবনা শারমিন।