নদী-নালা ভরাট হওয়ায় বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: July 10, 2022 |
print news

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিজেকে সিলেটের ছেলে উল্লেখ করে বলেছেন বলেন, বন্যা আমাদের জন্য শিক্ষা। আগে সব সময় বন্যা আসত। সকালে বন্যা এলে বিকেলে কিংবা পরদিন নেমে যেত। কিন্তু এবার দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ, এখন নদীনালা ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে। খাল-বিল ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ভাবতে হবে।

রোববার সকালে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত শেষে এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যার পরও আমরা ভালো অবস্থানে আছি। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মোটামুটি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের সহযোগিতা করেছেন। এটা আমাদের বড় পাওয়া।

দেশে জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের মাধ্যমে ত্রাণসহায়তা দেয়া হচ্ছে। এ কারণে দুর্নীতি হচ্ছে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর