ঈদের দিনে সড়কে প্রাণ গেল যুবকের

আপডেট: July 10, 2022 |
print news

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পারভেজ শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার মাঝখান্দি- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ শেখ উপজেলার সাতৈর ইউনিয়নের নাওড়াকান্দি রামদিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের দিন সকাল ১০টার দিকে দুই তরুণ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে। এতে মোটরসাইকেল চালক পারভেজ ঘটনাস্থলেই মারা যান।

অপর আরোহী একই গ্রামের ইলিয়াস শেখের ছেলে শহিদুল শেখ মারাত্মকভাবে আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। শহিদুল সেখানে চিকিৎসাধীন রয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর