রাশিয়াকে ড্রোন দেবে ইরান: হোয়াইট হাউস

আপডেট: July 12, 2022 |

হোয়াইট হাউস’র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান বলেছেন, ইরান ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে যুদ্ধাস্ত্র বহনে সক্ষম ড্রোন দেয়ার পরিকল্পনা করছে। খবর এএফপির।

সুলেভান বলেন, “যুক্তরাষ্ট্রের প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে রুশ সামরিক বাহিনী ইউক্রেনে যথেষ্ট ক্ষয়-ক্ষতির শিকার হওয়ার পর এখন তারা টিকে থাকার চ্যালেঞ্জের মুখে পড়েছে।”

তিনি সাংবাদিকদের বলেন, “ইরান সরকার রাশিয়াকে যুদ্ধাস্ত্র বহনে সক্ষম ড্রোনসহ অনেক ড্রোন দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সংখ্যা কয়েক শ’ পর্যন্ত হতে পারে।”

তিনি আরো বলেন, “আমাদের প্রাপ্ত তথ্যে এমনও ইঙ্গিত রয়েছে যে, এসব ড্রোন (মনুষ্যবিহীন আকাশ যান) ব্যবহারের জন্য ইরান রাশিয়ার সৈন্যদের প্রশিক্ষণ দেয়ারও প্রস্তুতি নিচ্ছে।”

তবে এই নিরাপত্তা উপদেষ্টা বলেন, “ইরান ইতোমধ্যেই রাশিয়ায় কোন ড্রোন সরবরাহ করেছে কি-না তা পরিষ্কার নয়।”

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর