জাতীয় নির্বাচনে সব দলের অংশ নেয়ার আহ্বান সিইসির

আপডেট: July 17, 2022 |
print news

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (১৭ জুলাই) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে এ আহ্বান জানান তিনি।

এ ছাড়াও রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবে সমঝোতার আহ্বান জানান সিইসি।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংলাপ করেছে ইসি।

এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর