বিদায় জানালেন আদনান সামি, অনুরাগীরা দুশ্চিন্তায়

আপডেট: July 19, 2022 |
print news

সম্প্রতি আদনান সামির একটি পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ তোলপাড় শুরু হয়ে গেছে। বিশেষ করে এই গায়কের অনুরাগীরা খুব চিন্তায় পড়ে গেছেন।

ইনস্টাগ্রাম আইডি থেকে নিজের সব ছবি ও ভিডিও মুছে ফেলেছেন আদনান সামি। সেই সঙ্গে লিখেছেন, ‘আলবিদা’। পোস্টটি দেখে সবাই ভাবছেন, সামি হয়ত শোবিজ অঙ্গনকে বিদায় জানালেন। হয়ত আর কখনও গান গাইতে দেখা যাবে না তাকে। এমনটা ভেবে মুষড়ে পড়েছেন তার অনুরাগীরা। কৌতূহলী হয়ে পড়েছেন তারা।

তবে আদনান সামি ঠিক কি কারণে বিদায় বললেন, সে বিষয়ে আর কিছু জানাননি নেট দুনিয়ায়। ফলে একপ্রকার ধোঁয়াশার মাঝে আছেন এই গায়কের ভক্তবৃন্দ। অবশ্য এই ‘আলবিদা’র মাঝে নতুন সৃষ্টির বার্তা খুঁজে পাচ্ছেন কেউ কেউ। তারা ভাবছেন, তিনি হয়ত এই শিরোনামের নতুন গান নিয়ে আসছেন। সে কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতে এমন পোস্ট দিয়েছেন।

কিন্তু তাতেও শান্ত হচ্ছে না ভক্তদের মন। কেননা নতুন গান প্রকাশের সঙ্গে সমস্ত ছবি ও ভিডিও মুছে ফেলার কোনো সম্পর্ক পাচ্ছেন না তারা। ওদিকে সামিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। ফলে তার অনুরাগীদের অস্থিরতা কাটছেই না।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর