নগ্ন ছবিতে নেটদুনিয়ায় ঝড় তুললেন রণবীর

আপডেট: July 22, 2022 |
সিং
print news

বলিউডের ভিন্ন ধারার অভিনেতা রণবীর সিং। ফ্যাশন দুনিয়ায় বলিউডের সুপারস্টার বেশ জনপ্রিয়। নিজের ফ্যাশন সচেতনতাকে বরাবার অন্যমাত্রা দেওয়ার চেষ্টা করেন এই অভিনেতা। ‘বোল্ড ও সাহসী’ তকমা লেগে আছে তার শরীরে। এবার নগ্ন হয়ে ঝড় তুলেছেন স্যোশাল মিডিয়ায়।

পুরুষালি নগ্নতারও যে আলাদা সৌন্দর্য, জৌলুস আছে  তা বারবার প্রমাণ করছে হলিউড, বলিউড। মিলিন্দ সোমন একাধিক বার নগ্ন হয়েছেন। ছুটে বেড়িয়েছেন সমুদ্রের ধারে। তাই নিয়ে কম চর্চা হয়নি। একই সঙ্গে সেই নগ্নতার আকর্ষণও কেউ এড়াতে পারেননি। সেই পথে হাঁটলেন রণবীর। অনেকে মনে করছেন, সম্ভবত তিনি হলিউড তারকা বার্ট রেনল্ডসের দ্বারা অনুপ্রাণিত। তার মতো করেই কখনও হাত দিয়ে আড়াল করেছেন গোপনাঙ্গ। কখনও তার নগ্ন দেহ উপুড় কাশ্মীরি গালিচায়। তার সুঠাম অঙ্গ চুঁইয়ে পুরুষালি উষ্ণতার সম্মোহন

ভিন্ন ধারার অভিনেতা রণবীর সিং

                                         ভিন্ন ধারার অভিনেতা রণবীর সিং

পেপার ম্যাগাজিনকে রণবীর বলেছেন, ‘ক্যামেরার সামনে শারীরক ভাবে নগ্ন হওয়া আমার কাছে আহামরি কিছু না। কিন্তু আমার কিছু কাজের মাধ্যমে আমি আমার আত্মাকে পর্যন্ত নগ্ন করে দর্শকের সামনে হাজির করিয়েছি। ওটাকেই আসলে নগ্ন হওয়া বলে। আমার কাজের খাতিরে আমি বারবার নগ্ন হতে রাজি। আমার কিচ্ছু যায় আসে না। আসলে সামনে থাকা মানুষগুলোই অপ্রস্তুত হয়ে পড়বে।’

এই প্রথম নয় অবশ্য, ২০১৭ সালে এরকমই কিছু নগ্ন ফোটোশ্যুটের ছবি ভাইরাল হয়েছিল রণবীর সিং। সেই সময় বাথ টবের জলে শুয়ে পোজ দিয়েছিলেন তিনি। তবে সেবার থেকে রণবীরের এবারের ছবি অনেক বেশি আর্টিস্টিক, অনকে বেশি সাহসী।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর