নারী নগ্ন হলে সমস্যা কোথায়? প্রশ্ন মিমির

আপডেট: July 22, 2022 |
print news

এতদিন উদ্ভট পোশাক পরিধান করায় সমালোচিত হয়ে আসছিলেন রণবীর সিং। কেউ কেউ তো বলতেন, স্ত্রী দীপিকা পাড়ুকোনের পোশাক পরেন তিনি। যদিও সেসব মন্তব্য নিয়ে মাথা ঘামান না। বরং এবার তিনি এক কাঠি সরেস। প্রকাশ করলেন নিজের নগ্ন ছবি। নানা অঙ্গভঙ্গিতে তুলেছেন সেসব ছবি।

তবে নগ্ন ছবি প্রকাশ করায় সমালোচিত হতে হচ্ছে না রণবীরকে। উল্টো প্রশংসায় ভাসছেন তিনি। এতেই আপত্তি টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর। তার প্রশ্ন, নারীরা নগ্ন হলে সমালোচনা করা হবে। আর পুরুষ নগ্ন হলে প্রশংসা করা হবে কেন? এখানে তিনি লিঙ্গ বৈষম্য খুঁজে পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিমি আক্ষেপ করে লিখেছেন, একদিকে নারী-পুরুষের সাম্যতা নিয়ে কথা বলা হয়। অন্যদিকে, নারী যদি স্বেচ্ছায় নগ্ন হয় তাহলে সে নিন্দিত। অথচ পুরুষের নগ্নতা প্রশংসার।

তিনি মনে করেন, এভাবে কোনোদিন নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। শুধু মুখে মুখে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়। এজন্য সবার দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়েছেন মিমি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর