থালাবাসন পরিষ্কার করার পর হাতের যত্ন

আপডেট: July 24, 2022 |
Boishakhinews24.net 368
print news

জমিয়ে রাখা এঁটো থালা-বাসনে ১০ ঘণ্টায় ব্যাক্টেরিয়া জন্ম নিতে পারে। তাই সঠিক সময়ে থালাবাসনগুলো ধুয়ে নিন। তারপর হাতের যত্ন নিতেও ভুলবেন না।

জানেন তো, থালাবাসন পরিষ্কার করার কারণে হাত অনেকটাই শুষ্ক হয়ে যায়। তাই প্রথমেই খেয়াল রাখুন, খুব খারযুক্ত কোনো সাবান যেন ব্যবহার করা না হয়। থালা-বাসন পরিষ্কারের সময় গ্লাভস পরার অভ্যাস করুন। এতে হাতের ত্বক ক্ষতি হওয়া থেকে রক্ষা পাবে।

সেটা যদি সম্ভব না হয় থালাবাসন পরিষ্কার করার পর হাত ভালো করে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন।

তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

যেকোনো লোশন, পেট্রোলিয়াম জেলি, নারকেল তেল বা জলপাই তেলের যেকোনো একটি ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যাবে।

হাতের ত্বক বেশি শুষ্ক হলে তেলজাতীয় ময়েশ্চারাইজার বেশি প্রয়োজন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর