জাতীয় মৎস্য পদক পেলেন ২১ জন

আপডেট: July 24, 2022 |

মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় মৎস্য পদক পেয়েছেন ২১ জন। তাদের মধ্যে স্বর্ণপদক পেয়েছেন আটজন, রৌপ্যপদক আটজন ও ব্রোঞ্জপদক পেয়েছেন পাঁচজন।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে মৎস সপ্তাহের উদ্বোধন ও জাতীয় মৎস পদক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহের ব্রক্ষপুত্র ফিশ সিড কমপ্লেক্সের এ কে এম নূরুল হক। দিনাজপুরের তাজ অ্যাগ্রো ফার্মের আবু সালেহ মো. তারেক, গোপালগঞ্জের সাভানা ফার্মের ফারহীন রিশতা বিনতে বেনজীর, কুয়াকাটার কলাপাড়া এলাকার পি এল হ্যাচারির খলিল আকন, খুলনার দাকোপ উপজেলার কোয়েস্ট একোয়াকালচারের মো. মাহবুবুল আলম হানিফ, এসিআই অ্যাগ্রোলিংক লিমিটেডের একেএম ফারায়েজুল হক আনসারী, ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স, বরিশাল ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

রৌপ্যপদকপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহের মুস্তাকিম হ্যাচারি অ্যান্ড ফিশারিজের মো. মনিরুল ইসলাম, ফিশটেক হ্যাচারির মোহাম্মদ তারেক সরকার, রাজশাহীর মো. মসিরুদ্দীন, কক্সবাজারের বলাকা হ্যাচারির মো. নজিবুল ইসলাম, সাতক্ষীরার ফরিদ নাইন স্টারস অ্যাগ্রোর মো. বেলাল হোসেন, সালাম সি ফুডসের মো. আইনুল হক, হালতি বিল জীববৈচিত্র্য ব্যবস্থাপনা মৎস্যজীবী সংগঠন, ভোলার চরফ্যাশন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।

ব্রোঞ্জপদকপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজারের মতিগঞ্জ গ্রামের ব্র্যাক ফিশ হ্যাচারি অ্যান্ড ব্রুড ফিশ উন্নয়নকেন্দ্র, মাছের গুণগতমানের পোনা উৎপাদনে মাদারীপুর জেলার শিবচর উপজেলার জয় মৎস্য খামারের বিনয় মালো, নরসিংদীর নরসিংদী অ্যাগ্রোর মো. হাফিজুর রহমান, প্রিয়াম ফিশ এক্সপোর্টের শেখ মো. আব্দুল কাদের ও নরসিংদী জেলার মৎস্য কর্মকর্তারা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর