যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ গেল ১৭ জনের

আপডেট: July 25, 2022 |
Boishakhinews24.net 373
print news

অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ঘটা সবাই হাইতির নাগরিক। এসময় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাহামার উপকূলে স্থানীয় সময় রোববার গভীর রাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাহামার উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় হাইতির অন্তত ১৭ জন মারা গেছেন। বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেছেন, ওই ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বাহামার পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে ১১ কিলোমিটার দূরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া নৌকা থেকে এক নারীসহ আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মারা যাওয়াদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ঘটনায় এখনো অন্তত একজন নিখোঁজ রয়েছে। তার খোঁজে অনুসন্ধান অভিযান চলছে। এদিকে সন্দেহভাজন মানবপাচার কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহামা থেকে দু’জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নৌকায় প্রায় ৬০ জন আরোহী ছিলেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর