তাইওয়ান: আগুন নিয়ে না খেলতে বাইডেনকে জিনপিংয়ের হুঁশিয়ারি

আপডেট: July 29, 2022 |
print news

এবার টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

শুক্রবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

২ ঘণ্টা ১৭ মিনিটের এই ফোনালাপে তিনি বলেন, আগুন নিয়ে খেললে হাত পুড়ে যাবে। আশা করি যুক্তরাষ্ট্র সেটি পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছে।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার এবং দেশটির তৃতীয় ক্ষমতাধর রাজনীতিক ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ে মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেবে চীন। শিগগিরই সরাসরি বৈঠকে বসতে রাজি হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। তবে, এই ফোনালাপে গুরুত্ব পায়নি জলবায়ু পরিবর্তন ইস্যু।

তাইওয়ান নিজেদের স্বতন্ত্র দাবি করলেও চীন তাইওয়ানকে নিজেদের বলে মনে করে এবং এর আগে চীনের প্রেসিডেন্ট তাইওয়ানকে একত্র করার ঘোষণাও দেন। অন্যদিকে, তাইওয়ানকে আক্রমণ করলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যুক্তরাষ্ট্র।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর