চীনের স্বার্থকে ক্ষুন্ন করার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে : বেইজিং

আপডেট: August 2, 2022 |

 

এশিয়া সফরে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে গেলে ওয়াশিংটনকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। মঙ্গলবার চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হুয়া চুনয়িং এই হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার সিঙ্গাপুরে পৌঁছানোর মধ্য দিয়ে এশিয়া সফর শুরু করেন পেলোসি। মঙ্গলবার তিনি মালয়েশিয়া গেছেন। তিনি তাইওয়ানেও যাবেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র নয়, বরং নিজেদের বিচ্ছিন্ন অঞ্চল বলে দাবি করে আসছে চীন। তাই পেলোসির তাইওয়ান সফরকে যুদ্ধের প্ররোচনা বলে অভিযোগ করছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, ‘মার্কিন পক্ষ দায় বহন করবে এবং চীনের সার্বভৌম নিরাপত্তা স্বার্থকে ক্ষুন্ন করার জন্য মূল্য দিতে হবে।’

গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ সময় টেলিফোনে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় শি সতর্ক করে দিয়ে বলেছিলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলা করছে। এর ফলাফল শুভ হবে না।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর