প্রাণঘাতী লড়াইয়ে রুশ অস্ত্র গুদাম নিশ্চিহ্ন করা হয়েছে: ইউক্রেন

আপডেট: August 6, 2022 |

খেরসন এলাকায় প্রাণঘাতী লড়াইয়ে রাশিয়ার অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর তরফে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম নিউজউইক।

ইউক্রেনীয় বাহিনীর দাবি, খেরসনের লড়াইয়ে তারা ৩৯ জন রুশ সেনাকে হত্যা করেছে। দেশটির বিভিন্ন সামরিক ব্যবস্থা এবং সামরিক যান ধ্বংস করে দেওয়া হয়েছে।

প্রতিরোধের মুখে দক্ষিণ ইউক্রেন অভিমুখে অগ্রসর হতে ব্যর্থ হওয়ার পর অবশ্য অঞ্চলটিতে বিমান হামলা চালায় মস্কো।

ফেসবুকে দেওয়া পোস্টে দক্ষিণ ইউক্রেনের অপারেশনাল কমান্ড জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চলীয় খেরসন প্রশাসনিক জেলায় রাশিয়ার অস্ত্র ও সরঞ্জামের গুদামে হামলা চালিয়েছে।

হামলায় রুশ সেনাদের প্রাণহানি ছাড়াও চারটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, একটি রাডার স্টেশন, একটি মর্টার এবং ৯টি সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া খেরসন এবং নিকটবর্তী কাখোভকায় এলাকায় রুশ অস্ত্র ও সামরিক সরঞ্জামের দুটি ডিপোতেও হামলার দাবি করেছে তারা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর