ইউরোপের তিন দেশে তেল রপ্তানি বন্ধ করল রাশিয়া

আপডেট: August 11, 2022 |
print news

ইউরোপের তিন দেশে তেল রপ্তানি বন্ধ করেছে রাশিয়া। দেশগুলো হচ্ছে স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্র দেশটি জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে পাইপলাইনের মধ্যদিয়ে তেল পরিবহণের ভাড়া পরিশোধ করতে না পারায় কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পাইপলাইন দিয়েই দেশ তিনটিতে তেল সরবরাহ করে আসছিল রাশিয়া।

রাশিয়ার রাষ্ট্রীয় পাইপলাইন পরিচালনাকারী সংস্থা ট্রান্সনেফত গতকাল জানিয়েছে, , মস্কোর ওপর পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় পাইপলাইনের ভাড়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না। গত ৪ আগস্ট ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার তেল পরিবহন বন্ধ করে দিয়েছে কিয়েভ। কোম্পানিটি জানিয়েছে, ইউক্রেন পাইপ লাইনের ভাড়া বাবদ অর্থ না পাওয়ার কারণে তারা তেল পরিবহন বন্ধ করে দেয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর