গুচ্ছ ‘বি’ ইউনিট পরীক্ষার জন্য প্রস্তুত কুবি

আপডেট: August 12, 2022 |
print news

কুবি প্রতিনিধি:দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

আগামী ১৩ আগষ্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিনে মোট ৪টি কেন্দ্রে ৪৯৯৮ শিক্ষার্থী ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। কেন্দ্র গুলো হলঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।

‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার আহবায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, ‘আমাদের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। যেখানে যেভাবে কাজ করা যায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও, কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না শিক্ষার্থীরা।’

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবার মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে।

 

Share Now

এই বিভাগের আরও খবর