আর্মেনিয়ায় আতশবাজি গুদামে বিস্ফোরণে নিহত ৫

আপডেট: August 15, 2022 |
print news

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি আতশবাজি গুদামে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

রোববার স্থানীয় সুরমালু বাজারের এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বিল্ডিংয়ের ওপর দিয়ে ধূসর ধোঁয়া উড়ছে এবং লোকজন এলাকা থেকে দূরে সরে যাচ্ছে।

উদ্ধার কর্মীরা জীবিতদের সন্ধানে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আর পথচারীরা ক্ষতিগ্রস্তদের নিরাপদ এলাকায় যেতে সাহায্য করছেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আতশবাজি, আতশবাজি – এক মিনিটে সবকিছু ভেঙে পড়েছিল। লোকেরা দোকান থেকে বের হতে পারেনি।”

দেশটির জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তথ্য ইঙ্গিত করেছে যে, আতশবাজির দুটি বড় বিস্ফোরণে একটি ভবনের কিছু ধসে পড়েছে, যেখানে আগুন ধরেছিল।

তবে কী কারণে আতশবাজি বিস্ফোরিত হয়েছে তা ওই বিবৃতিতে বলা হয়নি।

এতে আরও বলা হয়, অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরী পরিস্থিতি মন্ত্রী আরমেন পামবুখচিয়ান স্পুটনিক আর্মেনিয়া বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে, তবে শক্তিশালী বাতাস এখনও হুমকি তৈরি করেছে।

তিনি বলেন, উদ্ধারকারী দল রাতভর জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাবে।

ইয়েরেভানের মেয়রের কার্যালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, তা স্পষ্ট নয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর