বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

আপডেট: August 20, 2022 |
print news

যশোরের বাঘারপাড়া ভদ্রডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর ভাই-বোন মর্মান্তিকভাবে নিহত হয়েছে। শুক্রবার সকালা সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামের কবির হোসেনের দুই সন্তান একই সংগে বিদ্যুতের স্পৃষ্ট মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত ভাই-বোন দ্বয় আকাশ হোসেন(১০) ও মোসাঃ সামিয়া খাতুন(০৫)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, কবির হোসেনের বাড়ির তাদের ছাদে তার দুই সন্তান খেলার সময় ছাদে অবস্থিত সাইন বোর্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হলে তাদেরকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

বাঘার পাড়া থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর