শ্রীপুরে কাঠের পাটাতন পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট: August 20, 2022 |
print news

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় কাজ করার সময় কাঠের পাটাতন পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত নির্মাণ শ্রমিক আহাদ আলীকে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের নয়নপুর এলাকায় রিদিশা নিটেক্স নামক একটি তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক আহাদ আলী (৬৫) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নানিয়া গ্রামের বাসিন্দা। তিনি একটি ঠিকাদারের অধীনে দৈনিক হাজিরায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। আহতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার হাড়িয়াঘাট গ্রামের বাসিন্দা আশরাফুল আলম (৩৬), এবং নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গারার নান্দা গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া (২৭)।

রিদাশা নিটেক্স কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, কারখানায় কাজ করতে গিয়ে কয়েকজন নির্মাণ আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত শ্রমিক আমাদের কারখানার শ্রমিক নয়। তিনি একজন ঠিকাদারের অধীনে দৈনিক হাজিরায় কাজ করতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত নিহত শ্রমিকের পরিবারের পক্ষে পুলিশকে এবিষয়ে অবহিত করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর