রাজধানীতে ৩৭ অজ্ঞান পার্টির সদস্য-ছিনতাইকারী আটক

আপডেট: August 21, 2022 |
print news

রাজধানী থেকে অজ্ঞান পার্টি এবং ছিনতাইকারী চক্রের ৩৭ সদস্য আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।

শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৭ অজ্ঞান পার্টি এবং ছিনতাইকারী চক্রের সদস্য আটক করা হয়েছে। রোববার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর