মালদ্বীপের মালেতে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আপডেট: August 26, 2022 |
print news

ব্রেন স্ট্রোক করে মালদ্বীপের রাজধানী মালেতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃৎ ব্যক্তির নাম মো. ফয়সাল ইমরান। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়।

জানা যায়, বুধবার রাতে খাবার শেষে স্বাভাবিক অবস্থায় ফয়সাল ঘুমাতে যান। ঘুমের মাঝে তিনি স্ট্রোক করেন। এরপর তার সহকর্মীরা তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফয়সাল ইমরানের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে তার পরিবারসহ সাত মাস বয়সী এক ছেলে রয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর