কালো আর্মব্র্যান্ড পরে মাঠে নামবে বাবর আজমরা

আপডেট: August 28, 2022 |
print news

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। ক্ষতিগ্রস্ত দেশবাসীর প্রতি সংহতি ও সমর্থন জানাতে এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কালো আর্মব্র্যান্ড পরে মাঠে নামবেন বাবর আজমরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কথা জানায়, ‘দেশজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ ও সমর্থন জানাতে ভারতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে কালো আর্মব্র্যান্ড পরবে পাকিস্তান ক্রিকেট দল।’

 

ভয়াবহ বন্যার মুখে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। চলমান অবিরাম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হাজার পেরিয়েছে। এছাড়া বন্যায় বাড়ি-ঘর হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন অন্তত ৩ কোটি মানুষ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর