আমাদের কিছু একটা গোপন থাকুক : রোহিত

আপডেট: August 28, 2022 |
print news

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ম্যাচে ভারতের ব্যাটিং লাইন আপ কেমন হতে পারে, সেটা বড় প্রশ্ন। বিশেষ করে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে জুটি কে গড়বেন, সেটা নিয়ে কৌতুহলের শেষ নেই। কারণ টপ অর্ডারের এই পজিশনে সম্প্রতি ঋষভ পান্ত ও সূর্যকুমার যাদবকে পরখ করে দেখা হয়েছে। অতীতে রোহিতের সঙ্গে ওপেনিং করেছেন বিরাট কোহলিও।

তবে সবচেয়ে এগিয়ে লোকেশ রাহুল। ইনজুরি ও কোভিডের সঙ্গে লড়াই করে টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। সম্প্রতি জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে খেলতে দেখা গেছে তাকে। তারপরও দীর্ঘদিন পর তার ফেরায় ওপেনিংয়ে জায়গা পাবেন কি না সেই প্রশ্ন থাকছে।

রোহিতকে এক পাকিস্তানি সাংবাদিক ভারতীয় দলের ওপেনিং কম্বিনেশন নিয়ে প্রশ্ন করলে অধিনায়ক বললেন, ‘টস হওয়ার পর আপনি নিজেই দেখতে পারবেন। আমাদের কিছু একটা গোপন থাকুক।’

টপ অর্ডারে মাসখানেক ধরে পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে রোহিতের যুক্তি, ‘দেখুন আমাদের দল কিছু একটা চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। কিছু কাজ করেছে, কিছু করেনি। কিন্তু চেষ্টা করায় ক্ষতি নেই। চেষ্টা করার পরই কেবল আপনি জবাব পাবেন। চেষ্টা না করলে তো জবাব পাবেন না। তাই আমরা যখনই সুযোগ পেয়েছি, নতুন কম্বিনেশন চেষ্টা করেছি।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর