ইউক্রেনের সেনারা সাফল্য পাচ্ছে : জেলেনস্কি

আপডেট: August 31, 2022 |
print news

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ইউক্রেনীয় সেনাদের চলমান পাল্টা আক্রমণ নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেছেন ইউক্রেনের সেনারা সাফল্য পাচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাতের ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, রুশ সেনাদের দুটি সুযোগ দিয়েছেন তারা। সেগুলো হলো আত্মসমর্পণ করা বা পালিয়ে যাওয়া।

তিনি আরও বলেছেন, রুশ সেনারা যে ভয়ংকর পরিস্থিতি ইউক্রেনে এনেছে সেটি এবং ইউক্রেনের প্রতিক্রিয়া যেন তারা উপলদ্ধি করতে পারে, এরজন্য যা সম্ভব ও অসম্ভব আছে সবই করছে ইউক্রেনের সেনারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, ক্রিমিয়া থেকে খারকিভ যে স্থানই রুশ সেনারা সাময়িক সময়ের জন্য দখল করেছে সেখানে তাদের জন্য কোনো একটি নিরাপদ স্থানও নেই।

তিনি হুমকির সুরে বলেছেন, এসব স্থানে থাকা রুশ সেনাদের সকল অস্ত্রের গুদাম, হেডকোয়ার্টার এবং সরঞ্জাম সব ধ্বংস করে দেওয়া হবে।

এরপর জেলেনস্কি বলেন, এগুলো ইউক্রেনের জমি, দখলদাররা শুধুমাত্র দুটি জিনিস করতে পারে: পালিয়ে যাওয়া অথবা আত্মসমর্পণ করা। তাদের আর কোনো সুযোগ আমরা দেইনি।

সূত্র: সিএনএন

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর