আজ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য

আপডেট: September 19, 2022 |
print news

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আজ। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শুরু হবে সার্বিক আনুষ্ঠানিকতা।

সেখানে উপস্থিত থাকবেন বিশ্বের ৫ শতাধিক দেশপ্রধান ও প্রতিনিধিরা। রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করবেন আরও ২ হাজার মানুষ। ১১টা ৫৫ মিনিটে ২ মিনিট নীরবতার মাধ্যমে শেষ হবে শেষকৃত্য অনুষ্ঠান।

বিকেল ৩টার পর শুরু হবে রানির শবযাত্রা। এতে ‘লং ওয়াকে’ অংশ নেবেন হাজার-হাজার ব্রিটিশ। রানির কফিন নিয়ে যাওয়া হবে উওন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ’স চ্যাপেলে। সেখানে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জীবনসঙ্গী প্রিন্স ফিলিপের সাথে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

এদিন ছুটি ঘোষণা করা হয়েছে দেশজুড়ে, এছাড়াও বন্ধ থাকবে কয়েকটি সড়ক। এছাড়াও নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, গোটা লন্ডন শহর। মোতায়েন করা হয়েছে, ১০ হাজার পুলিশ।

গত কয়েক দশকের মধ্যে ব্রিটেনে সবচেয়ে বড় জমায়েত এটি। এর আগে, শোক বইয়ে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের অসংখ্য রাষ্ট্রপ্রধান।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর