মিনিকেট নামে ধানের জাত নেই: মন্ত্রী পরিষদ সচিব

আপডেট: October 5, 2022 |
khondokar anowarul islam
print news

মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, মিনিকেট নামে ধানের জাত নেই। চালের বস্তায় ধানের জাত লেখার জন্য মিল মালিকদের চিঠি দেয়া হয়েছে। মিল মালিকরা এটি না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে কৃষিক্ষেত্রে গবেষণা এবং মাঠ পর্যায়ে জাত ও প্রযুক্তি সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বুধবার সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সময় ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদ, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাজাহান কবীর।
এর আগে মন্ত্রী পরিষদ সচিব ধান মিউজিয়াম ও কৃষি প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখেন।

আয়োজকরা জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ১০৮টি জাত উদ্ভাবন করেছে। এছাড়া ৩৪টি কৃষি যন্ত্রপাতিসহ দেড় শতাধিক নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর