জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সচেতনতামূলক র‌্যালি

আপডেট: October 10, 2022 |
inbound2804382734107222529 1
print news

মো. আরিফ হোসাইন, জবি প্রতিনিধি: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

সোমবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জবির মনোবিজ্ঞান বিভাগ, কাউন্সেলিং সেন্টার এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়।

উল্লেখ্য মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৯২ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর নানান আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডের মধ্যে কেউ না কেউ আত্মহত্যায় প্রাণ হারান।

আত্মহত্যাজনিত মৃত্যুর অধিকাংশই প্রতিরোধযোগ্য। অধিকাংশ ব্যক্তিই আত্মহত্যার সময় কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত থাকেন।

প্রতিবছর ১০ অক্টোবর মানসিক রোগের ঝুঁকি কমানো এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে দিবসটি পালন করা হয় ।

Share Now

এই বিভাগের আরও খবর