‘বিগ বস’ সঞ্চালনায় করণ

আপডেট: October 23, 2022 |
print news

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এক যুগ ধরে এটি সঞ্চালনা করে আসছেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার ভাইজানের বদলে সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে করণ জোহরকে। কারণ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সালমান। তাই ‘বিগ বস সিজন ১৬’-এর শুটিং করতে পারবেন না তিনি। চিকিৎসকের কড়া নির্দেশ, কোনো শারীরিক পরিশ্রম করা যাবে না। তার পরিবর্তে কিছু দিনের জন্য সঞ্চালক হিসেবে করণ জোহরকে বেছে নিয়েছে কালারস টিভি।

‘বিগ বস’এর এই সিজনে লড়ছেন টিনা দত্ত, সুম্বুল তৌকীর, শালিন ভানত, অর্চনা গৌতম, শিভ ঠাকরে, গৌতম সিং ভিগ, সাজিদ খানসহ অনেকে। উল্লেখ্য, ২০০৬ সালে ‘বিগ বস’-এর সূচনা হয়েছিল। সে বছর এটি সঞ্চালনা করেন আরশাদ ওয়ার্সি। এরপর শিল্পা শেঠি, অমিতাভ বচ্চনকেও দেখা গিয়েছিল সঞ্চালকের ভূমিকায়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর