ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

আপডেট: November 13, 2022 |

হিমালয় কন্যা নেপাল আবারও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। শনিবার ৫ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্প প্রতিবেশী দেশ ভারত থেকেও অনুভূত হয়েছে।

গত সপ্তাহেই ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নেপালে বাড়িঘর বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন মারা গিয়েছিলেন।

শনিবারের ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স। তবে কম্পন শুরু হয়ে আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে যান। ভূমিকম্পে ভারতের উত্তরাঞ্চলও এদিন কেঁপে উঠেছিল।

ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী, শনিবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডু থেকে ৪৪০ কিলোমিটার পশ্চিমে বাজহং জেলার পাতাদেওয়ালে ভূমির ১০ কিলোমিটার গভীরে।

বাজহং জেলার শীর্ষ কর্মকর্তা বাবুরাম আরিয়াল রয়টার্সকে বলেন, ‘‘প্রচণ্ড ঝাঁকুনি দিয়েছে এবং লোকজন দৌড়ে বাড়ি থেকে বের হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত হতাহত বা বাড়িঘর ধসে পড়ার খবর পাওয়া যায়নি।”

Share Now

এই বিভাগের আরও খবর