লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর

আপডেট: November 30, 2022 |
print news

 

ক্লাব ফুটবলে দুইহাতে সাফল্য পাওয়া মেসি পাঁচবার বিশ্বকাপ খেলার পরও দেশকে ট্রফি উপহার দিতে পারেননি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে মেসি জিতবেন এমনটিই বিশ্বাস তার মায়ের। মেসির মা বলেন, আমি বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর 

 

সৌদি আরবের বিপক্ষে হেরে কাতার বিশ্বকাপ মিশন শুরু হয় আর্জেন্টিনার। নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারান মেসিরা। মেক্সিকোর বিপক্ষে পাওয়া সেই জয়ে মোমেন্টাম ফিরে পেয়েছে আর্জেন্টিনা। 

 

এমনটি জানিয়ে মেসির মা বলেন, এমন শ্বাসরুদ্ধকর প্রথমার্ধের পর যে খেলাটা সেদিন খেলল আমার ছেলেরা ওটাই মোমেন্টাম দিয়ে দেবে। আমরা গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে শীর্ষে থেকে নকআউটে যাব। শেষটাও করব এভাবেই।

 

প্রসঙ্গত, আজ রাত ১টায় কাতারের রাজধানী দোহায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে 

 

Share Now

এই বিভাগের আরও খবর