আমার সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে : নেতানিয়াহু

আপডেট: December 4, 2022 |
print news

ইসরাইলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এখনো দায়িত্ব নেননি।

 

ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ইয়ার লাপিড। এরই মধ্যে ইয়ার লাপিডের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ করেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু গত শুক্রবার এ অভিযোগ করেন। তিনি বলেন, তার সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

এক টুইটার বার্তায় নেতানিয়াহু বলেন, জনগণ আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমি আমার ওপর অর্পিত এ দায়িত্ব যথাযথভাবে পালন করব।

সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা ও মেয়রদের খেপিয়ে তুলছেন লাপিড। তার এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

Share Now

এই বিভাগের আরও খবর