আজ সিএমপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট: December 19, 2022 |
print news

বর্ণিল আয়োজনে আজ প্রতিষ্ঠার ৪৪তম বার্ষিকী পালন করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পংকজ দত্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এর আগে দুপুরে নবনির্মিত কেন্দ্রীয় অস্ত্রগার, কালুরঘাট পুলিশ ফাঁড়ি ও মনছুরাবাদ পুলিশ লাইন্সে পুলিশের ব্যারাক উদ্বোধন করবেন আইজিপি।

প্রসঙ্গত, ১৯৭৮ সালের ৩০ নভেম্বর ৩ হাজার ২৩৮ জন পুলিশ সদস্য ও ৬টি থানা নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের অধীনে এটি গঠন করা হয়। বর্তমানে সিএমপিতে ১৬টি থানা ও প্রায় ৭ হাজার সদস্য রয়েছে।

১৯৭৮ সালের ৩০ নভেম্বর সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এমএম শরীফ আলী। ১৯৮০ সালের ২৭ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ৩১তম সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পান কৃষ্ণ পদ রায়। ২০২২ সালের ১৮ জুলাই থেকে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর