বিশ্বকাপ জেতায় আর্জেন্টিনায় রাষ্ট্রীয় ছুটি ঘোষণা

আপডেট: December 20, 2022 |
print news

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা। অবশেষে বিশ্বের শ্রেষ্ঠ দলের মর্যাদা অর্জন। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় বর্তমানে আনন্দের রঙ ছড়িয়ে গেছে। সেই আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে আর্জেন্টিনায় একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এই রাষ্ট্রীয় ছুটির দিন নির্ধারণ করা হয়েছে। ছুটির দিনে বিশ্বজয়ী ফুটবলারদের সঙ্গে সকলে যাতে আনন্দের আতিশয্যে হারিয়ে যায়, তার জন্যই এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। কাতার থেকে আর্জেন্টিনায় পৌঁছানো বিশ্বজয়ী দলটির সঙ্গে সমর্থক ভক্তরা এয়ারপোর্ট থেকে বুয়েন্স আয়ার্সের ওবেলিস্কেতে এসে বিজয় উদযাপন করবেন।

রাজধানীর এই স্মৃতিস্তম্ভটি ক্রীড়া বিষয়ক উদযাপনের জন্য ঐতিহ্যবাহী স্থান। এর আগে বিশ্বকাপ জিতে দেশের সকল ভক্ত-সমর্থকদের সঙ্গে আনন্দ উদযাপনের বিষয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘আমি আর্জেন্টিনায় গিয়ে দেখতে চাই, এই আনন্দ কতটা উন্মাতাল করে দেয় তাদেরকে। আমি চাই তারা আমার জন্য অপেক্ষা করুক। আমি সেখানে যাওয়ার জন্য এবং তাদের সঙ্গে উপভোগ করার জন্য মুখিয়ে আছি।’

Share Now

এই বিভাগের আরও খবর